রবিবার, ৯ ডিসেম্বর, ২০১২

মানুষ

কবে আমি মানুষ হব- মানুষ যারে কয়
কবে আমি দেখতে পাব মানুষ হবার জয়।
মানুষ হবার স্বপ্ন কবে শেষ?
মানুষ বলে একটা মানুষ গুনবে আমায় দেশ।
আমায় প্রভু মানুষ বানাও- মুখশধারী নয়
সত্যিকারের মানুষ বলে- মানুষ যারে কয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন