শুক্রবার, ২ নভেম্বর, ২০১২

নিয়তি

সময়ের সাথে বেড়ে ওঠা আমি- তোমাদের বহু পর
অথৈয়ের মাঝে থৈ পাব ভেবে নাড়িতেছি দুটি কর।
আমিও এসেছি ভেসে বহুদূর- কাছে কূলে কোথা তীর
তোমাদের মত আমাকে নিতে করে না আত্মীয় ভীড়।
কে আমি? আছে কে আমার? কোথা আছে তারা কৈ?
তোমাদের মত আমিও ফিরেছি- একা কেন চেয়ে রই?
এসে দেখি তুমি, তোমরা আছ পুষ্প শয্যা লয়ে-
আমি কেন একা নীরবে আমার কষ্ট চলেছি বয়ে?
আমি কী অনাথ? পথশিশু আমি- আমার কেউ কী নেই
সজল নয়নে কেঁদে ফি্রি আমি- দুঃখ কা
হারে দেই?
কে লবে আমার জীবনের ভার আঁখি ঝড়া লোনা জল
কে হবে আমার পথের সঙ্গী বিপদের সম্বল?
আমি সদা ফিরি দুর্গম গিরি দুর্জয় পথ বেয়ে-
কেউ তো বলে না কোথায় চলেছি- অচিন পথটি ধেয়ে।
নির্জন পথে তিমিরের রাতে পিছু ফিরে কত চাই
কেউ তো বলুক- কোথায় চলেছি একবার শুধু ভাই।
চাইব না আমি ঠাঁই তব তরে- নিশি যাপনের কথা
বলব না কিছু হালকা করিতে হৃদয়ে জমানো ব্যথা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন